Wellcome to National Portal

“ ছেলে হোক, মেয়ে হোক, দু‘টি সন্তানই যথেষ্ট” ।।।  ১৬৭৬৭ সুখী পরিবার কল সেন্টার ।।।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কহিনুর কোন গল্প নয় সত্যিই হীরা
ছবি
ডাউনলোড

পলি আক্তারের প্রথম মেয়ে সিজারিয়ান তার পরের দুজনই ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা কোহিনুর আক্তার এর হাতে নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

কোহিনুর অত্যন্ত সরল মনের অনেক পরিশ্রমী একজন মাটির মানুষ। যার কাজে কোন মিথ্যা ফাকি ঝুকি নাই। যে রুগীকে নিজের সন্তানের মতোই যত্ন নেন।

পলি আক্তারের সাথে তার কোন মহিলা আত্মীয় আসে নাই তাই রুগীর যত কাজ যেমন রক্ত মাখা কাপর ধোঁয়া, ইত্যাদি সব আমাদের কোহিনুরই করে দেন ও রুগীর খাবার তার নিজের পরিবারের সাথেই আয়োজন করেন। কহিনুর প্রতি বছরে ১০০ বেশি নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব একটি পরিত্যাক্ত ভবনে করে আসছে। 

পরিবার পরিকল্পনা বিভাগের করিনুররা এক একটি দামি হীরা।