Wellcome to National Portal

“ ছেলে হোক, মেয়ে হোক, দু‘টি সন্তানই যথেষ্ট” ।।।  ১৬৭৬৭ সুখী পরিবার কল সেন্টার ।।।

Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে ঝালকাঠি জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি বিষয়ে, মাতৃমৃত্যুর হার হ্রাস,প্রতিষ্ঠানিক ডেলিভারীর হার  বৃদ্ধি, হোম ডেলিভারী নিরুৎসাহিত করা,শিশু মৃত্যুর হার হ্রাস,জনসংখ্যা বৃদ্ধি রোধকল্পে  জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমউনিটি ক্লিনিক এবং বেসরাকরী সংস্থা (বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, সূর্যের হাসী ক্লিনিক, মেরী স্টোপস ক্লিনিক ও দেশ বাংলা ক্লিনিক এ কম©রত কম©কর্তা/কমচারীদের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি ও অ-সরকারি সংস্থার মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করা হয়।